রাষ্ট্র নির্মাণে যুব শক্তির সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: মুখ্যমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Nov 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


যুব শক্তিই দেশ ও রাজ্যের মূল সম্পদ। তাই যুব সম্প্রদায়কে দেশের অগ্রগতির জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা ও এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনে যুবদের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ৭দিন ব্যাপী হেরিটেজ ফেস্ট এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
 
বৈচিত্র্যের মধ্যে একতা - এই ভাবনাকে সামনে রেখে শুরু হল হেরিটেজ ফেস্ট এর। ৭ দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিগণ এই উৎসবে অংশগ্রহণ করেন। 

আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন দেশ ততক্ষন উন্নত হবে না যতক্ষন উত্তর পূর্বাঞ্চল উন্নত না হয়। আগে আমরা কখনো ভাবিনি এত সুন্দর রেল পরিষেবা এখানে পাওয়া যাবে। একটা মাত্র জাতীয় সড়ক ছিল আমাদের। আর এখন ৬টি জাতীয় সড়ক হয়েছে। আরো জাতীয় সড়কের জন্য কাজ চলছে। যে কারণে খুবই কম সময়ের মধ্যে এখন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যায়। 

উন্নয়নের জন্য যুব সমাজের বিশেষ ভূমিকা রয়েছে। তাদের অবশ্যই অগ্রগতির প্রক্রিয়ায় ভাগীদার হতে হবে। এই জাতীয় কর্মসূচিগুলি রাজ্যগুলির মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত বিনিময়কে সহজতর করবে। এর পাশাপাশি ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিনিয়োগকারীরাও এখানে আসতে উৎসাহিত বোধ করছেন। আমাদের সরকার অপরাধ এবং সহিংসতার বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করি।