সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল ১৪ই ডিসেম্বর রাজধানীর বিবেকানন্দ ময়দানে গান গাইবে


newsagartala24.com Images

আগরতলা, Nov 23, 2024, ওয়েব ডেস্ক থেকে 2023


প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল পর্যটনের সার্বিক বিকাশের লক্ষ্যে রাজ্যে প্রমো ফেস্টের আয়োজন করতে চলেছে পর্যটন দপ্তর।আগামী ৩ ডিসেম্বর নারিকেল কুঞ্জে এই প্রমো ফেস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।আগামী ১৪ ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে  এই প্রমো ফেস্টের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরেন্য সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।এদিন সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরার পর্যটন শিল্পের দ্রুত বিকাশের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে মেলে ধরার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর।

ত্রিপুরাকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজধানীর বুকে উইকেন্ড ট্যুরিস্ট হাব থেকে শুরু করে প্রত্যন্ত ত্রিপুরার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিকে নতুনভাবে সাজিয়ে তুলেছে রাজ্যের পর্যটন দপ্তর। এবারে ত্রিপুরার পর্যটনকে কয়েকশো ধাপ এগিয়ে নিয়ে যেতে  প্রমো ফেস্টের সূচনা করতে চলেছে রাজ্যের পর্যটন দপ্তর। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগামী ৩রা ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহার হাত ধরে ডুম্বুরের নারকেল কুঞ্জে এই প্রমো ফেস্টের সূচনা হবে।

তারপর আগামী ১৪ই ডিসেম্বর রাজধানীর বিবেকানন্দ ময়দানে সমাপ্তি হবে এই ফেস্টের। সেখানে উপস্থিত থাকবেন দেশ তথা বিশ্ববিখ্যাত সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল। এখন থেকে প্রতি বছরই নভেম্বরের মাসের শেষে অনুষ্ঠিত হবে এই প্রমো ফেস্ট। মূলত রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি রাজ্যের ঐতিহ্যকে সকলের কাছে মেলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী।এদিনের এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং রাজ্য পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি।