অটোতে ছাত্রীর সাথে অসভ্য আচরণের ঘটনায় ধৃত অভিযুক্ত


newsagartala24.com Images

আগরতলা, Apr 17, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


সম্প্রতি জিবি থেকে অটোয় চেপে এক ছাত্রী আগরতলায় আসছিল ।অটোর মধ্যেই ছাত্রীর সাথে অভব্য আচরণ করে এক ব্যক্তি ।বিষয়টি মহিলা থানায় অভিযোগ করেন ছাত্রীটি । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ।এই ক্ষেত্রে সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এবং মহিলা থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ তদন্তের টিম গঠন করা হয়। এরই মধ্যে সামাজিক মাধ্যমেও এই সম্পর্কে বার্তা দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিকে তদন্তে নেমে পুলিশ সংশ্লিষ্ট ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।অবশেষে বৃহস্পতিবার সকালে বটতলা-ফারির পুলিশ অভিযুক্ত কে গ্রেফতার করে ।ধৃত অভিযুক্তের নাম শ্যামল দাস, বাড়ি গোমতী জেলায়, বয়স আনুমানিক ৩৯ বছর। রাজধানীর এদিক ওদিক থেকে দিনমজুরের কাজ করত সে ।এদিন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন ।তিনি জানান ,তাকে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ  করা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করেছে ।তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।