অন্নদা স্পাইসেস্ ইন্ডাস্ট্রি তথা লংতরাই শিল্পসংস্থাকে “সুরক্ষা পুরস্কার ২০২৪” প্রদান করা হয়।


newsagartala24.com Images

আগরতলা, Mar 10, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


বোধজংনগরস্থিত ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে অবস্থিত “Factory owners Association” –এর প্রেক্ষাগৃহ উদ্যোগ ভবনে ৫৪ তম জাতীয় সুরক্ষা সপ্তাহ পালন করা হয় । এই সভায় প্রধান অথিতির আসন অলঙ্কৃত করেন ত্রিপুরা সরকারের শ্রম, যুব ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প ও বাণিজ্য বিভাগের অধিকর্তা Mr. Muhammad Sajad P. মহোদয়, এডিশ্যানাল লেবার কমিশনার শ্রী বিশ্বজিৎ পাল মহোদয়, ও চিফ ইনস্পেক্টর অফ ফ্যাক্টরিস্ এন্ড বয়লারস্ ইঞ্জিনিয়ার শ্রী সূর্যপাল মজুমদার মহাশয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনারস্ এসোসিয়েশন –এর সেক্রেটারি শ্রী প্রানগোপাল সাহা মহোদয়। সংশ্লিষ্ট দপ্তরের ইনভেস্টিগেটর শ্রী দিলীপ ভৌমিক মহাশয় ও অন্যান্য অতিথিবর্গ শিল্পের কর্মক্ষেত্রে সুরক্ষার সহিত কাজ সম্পাদন করার উপর গুরুত্ব সহকারে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে অন্নদা স্পাইসেস্ ইন্ডাস্ট্রি তথা লংতরাই শিল্পসংস্থাকে “সুরক্ষা পুরস্কার ২০২৪” প্রদান করা হয়।