অমৃত ভারত স্টেশন প্রকল্পের উদঘাটন করলেন প্রধানমন্ত্রী
Agartala, Aug 06, 2023, ওয়েব ডেস্ক থেকে
এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল দেশ। ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র আওতায় দেশজুড়ে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র অঙ্গ হিসেবে ৫০৮টি রেল স্টেশনকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন রয়েছে।
এই প্রকল্পে ২৪ হাজার ৪৭০ কোটি টাকার বেশি খরচ হবে। এই প্রকল্পে রয়েছে ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। উত্তরপ্রদেশ ও রাজস্থানের ৫৫টি করে স্টেশন, বিহারে ৪৯, মহারাষ্ট্রে ৪৪, পশ্চিমবঙ্গে ৩৭, মধ্যপ্রদেশে ৩৪, অসমে ৩২ ও ওড়িশায় ২৫, পঞ্জাবে ২২, গুজরাট ও তেলেঙ্গানায় ২১, ঝাড়খন্ডে ২০, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে ১৮টি করে রেল স্টেশন রয়েছে। এছাড়াও হরিয়ানায় ১৫ ও কর্ণাটকে ১৩টি রেল স্টেশন রয়েছে। ওই স্টেশনগুলিতে স্থানীয় সংস্কৃতি ও ধারাবাহিকতা বজায় রেখেই পুনর্বিকাশ করা হবে। যাত্রীদের মিলবে অত্যাধুনিক সুবিধা।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “অমৃতকালের শুরুতে, ভারত উন্নত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। নতুন শক্তি, নতুন অনুপ্রেরণা এবং নতুন সংকল্প রয়েছে এবং এই চেতনায় ভারতীয় রেলের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “ভারতের প্রায় ১৩০০টি প্রধান রেলওয়ে স্টেশন এখন অমৃত ভারত রেলওয়ে স্টেশন হিসাবে বিকশিত হবে। সেগুলিকে আবার আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা হবে। এর মধ্যে ৫০৮টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ থেকে। এই ৫০৮টি অমৃত ভারত স্টেশনগুলির পুনর্নির্মাণে প্রায় ২৫,০০০ কোটি টাকা ব্যয় করা হবে। পরিকাঠামো, রেলওয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার দেশের সাধারণ মানুষের জন্য এটি কত বড় ড্রাইভ হবে তা আপনারা কল্পনা করতে পারেন।”