আগামী ৬ ডিসেম্বর আইএনডিআই (I.N.D.I.A) জোটের বৈঠক ডাকল কংগ্রেস


newsagartala24.com Images

Agartala, Dec 03, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ৩ ডিসেম্বর  : চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলা গণনার মাঝেই আইএনডিআই জোটের বৈঠক ডাকল কংগ্রেস । আগামী ৬ ডিসেম্বর জোটের বৈঠক ডাকা হয়েছে।

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এদিন সকালেই আইএনডিআই জোটের পরবর্তী বৈঠকের ডাক দেন। আগামী ৬ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার বৈঠক দিল্লিতে।

প্রসঙ্গত, রবিবার চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফলা ফলপ্রকাশ হবে। এদিন সকাল থেকে শুরু হয়েছে গণনা। আপাতত রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তীশগড়ে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে শুধু তেলঙ্গানায়।