ইডি কার্যালয়ের সামনে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

আগরতলা, Apr 16, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সাথে সম্পর্কিত অর্থ পাচার মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ই ডি ।এই ঘটনার বিরুদ্ধে পথে নেমে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি বা এ আইসিসি ।এআইসির নির্দেশ মতো বুধবার রাজ্যেও ইডি কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রকাশ করে কংগ্রেস দল। এদিন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে একটি বিক্ষোভ রেলির আয়োজন করা হয়। রেলিটি ইডি অফিসের সামনে গেলে পুলিশ মিছিলের গতিরোধ করে। এই নিয়ে কিছুক্ষণ কংগ্রেস কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয় ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবং বিজেপি দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন সুদীপ রায় বর্মন জানান, নানা বিধ সমস্যায় জর্জরিত জনগণের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন অনৈতিক কাজ হাতে নিয়েছেন। গুজরাট ,বিহার, পশ্চিমবঙ্গ এবং কেরলের বিধানসভা নির্বাচনের আগে দলের ব্যর্থতা ঢাকতে কিছু গদি মিডিয়ার সহযোগিতায় এই অনৈতিক কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো জানান ,ভিত্তিহীন এই ঘটনা নিয়ে কংগ্রেস দল আদালত থেকে শুরু করে পথেঘাটে নেমে লড়াই চালিয়ে যাবে।এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও এই ঘটনার তীব্র নিন্দা জানান ।এর বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন সংঘটিত করার কথা জানান তিনি ।এই কর্মসূচিতে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ দলের শাখা সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।