ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি কার্যত এমনই অভিযোগ প্রদেশ যুবক কংগ্রেসের।
Agartala, Dec 17, 2024, ওয়েব ডেস্ক থেকে 2023
নিয়োগের দাবিতে আবারো আন্দোলন সামিন হল চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা। বছরের পর বছর অতিক্রান্ত হতে চললেও নিয়োগ প্রক্রিয়ার সম্পন্ন করার ক্ষেত্রে সরকারের তালবাহানাকে সামনে রেখেই আন্দোলনে সামিল হয়েছে চাকরির প্রার্থীরা।২৪৯ জন জেল পুলিশের নিয়োগ বন্ধ, দু’বছর ধরে বেকাররা পথে পথে, নির্বাচনের পর নির্বাচন – এমনটাই প্লে কার্ড ঝুলিয়ে আবারো আন্দোলনে শামিল হতে বাধ্য হল হতাশ বেকাররা। মঙ্গলবার রাজধানীর আশ্রম চৌমুহনি এলাকায় অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন পারসন ডাইরেক্টর অফিসের সামনে জমায়েত হয়।
তারা এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করে জানান , ২০২২ সালের ডিসেম্বর মাসে জেল পুলিশের শারীরিক পরীক্ষা দিয়ে ১২ হাজার যুবক উত্তীর্ণ হয়। এভাবে তালবাহানার ফলে যারা ২৪৯ জন নিয়োগের জন্য শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হয়েছিলেন তারা বর্তমানে চাকুরীর বয়সসীমা অতিক্রম করে ফেলছে। ফলে শেষ পর্যন্ত বয়সের জন্য তারা বাকি পরিক্ষায় বসতে পারবে না। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, একটাই আবেদন যাতে অবিলম্বে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে সংশ্লিষ্ট দপ্তর। এখন দেখার বিষয় চাকরি প্রার্থীদের দাবিকে কতটুকু মান্যতা দেয় এই সরকার এবং কবে নাগাদ এই দীর্ঘদিন ধরে চলতে থাকা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়।