কাজল স্মৃতি ফুটবলে প্রথম ব্যক্তিগত ভাবে খেলোয়াড়দের জন্য ৫০হাজার টাকা সহযোগিতা করলেন ফুটবল প্রেমী রাজীব।


newsagartala24.com Images

আগরতলা, Feb 03, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


টি এফ এ পরিচালিত কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এবারই প্রথম বড় অংকের আর্থিক সহযোগিতা করলেন একজন ফুটবল প্রেমী। তিনি হলেন রামকৃষ্ণ ক্লাবের সক্রিয় সদস্য রাজীব দেব। রাজীব বাবু এবছর কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৬ টি দলের জন্য দিলেন ৫০ হাজার টাকা। এর আগে কেউই এত বড় অংকের আর্থিক সহযোগিতা করেনি কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাজ্য ফুটবল সংস্থাকে। রামকৃষ্ণ ক্লাবের অন্যতম এক বর্ষীয়ান সদস্য তথা কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যায়ারমেন অমিত দেব রাজীব বাবুর কাছে রাজ্যের ফুটবলের উন্নয়নের স্বার্থে এই অর্থরাশি দেবার অনুরোধ করেছিলেন।

এক বাক্যে রাজি হয়ে গেলেন রাজীব দেব। আসলেই সত্যিকার অর্থে তিনি একজন ফুটবল প্রেমী। ওনার ফুটবলের প্রতি এই টান প্রশংসার দাবি রাখে। রাজীব দেবের দেয়া অর্থ রাশি থেকেই কাজল স্মৃতিতে অংশগ্রহণকারী প্রতিটি দলকে টি এফ এ দিলো ৩ হাজার টাকা করে। এটা নিঃসন্দেহে রাজ্য ফুটবলে দারুণ একটা বিষয়। পাশাপাশি কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যে প্রাইজমানি দেয়া হবে তা দিলেন টি এফ এর দুইজন আজীবন সদস্য। একজন হলেন গৌতম ব্যানার্জি ও দ্বিতীয় জন হলেন তিমির চক্রবর্তী। চ্যাম্পিয়ন দল পাবে ২০ হাজার এবং রানার্স দল পাবে ১০ হাজার। তাদেরকে ও ধন্যবাদ জ্ঞাপন করা হলো টি এফ এর তরফ থেকে। মঙ্গলবার ফাইনাল ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল মুখোমুখি হবে টাকারজলা দ্বাদশ শ্রেণী স্কুলের। বিকেল সাড়ে তিনটায় শুরু হবে উমাকান্ত ময়দানে এই খেতাব নির্ণয়ের ম্যাচ। অতিথি হিসেবে থাকবেন টি সি এর সভাপতি তপন লোধ, টাকারজলা স্কুলের প্রধান শিক্ষিকা সহ টি এফ এর প্রতিনিধিরা। কাজল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চ্যায়ারমেন অমিত দেব এই খবর জানালেন।