কাবেরীর জল নিয়ে বিক্ষোভ বিজেপির, সিদ্দারমাইয়া সরকারকে তোপ ইয়েদুরাপ্পা ও তেজস্বীর


newsagartala24.com Images

Agartala, Sep 27, 2023, ওয়েব ডেস্ক থেকে


বেঙ্গালুরু, ২৭ সেপ্টেম্বর : কাবেরীর জলের ‘বড় অংশ’ তামিলনাড়ুকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে মঙ্গলবারই বেঙ্গালুরুতে বনধ পালন করেছে বিভিন্ন কৃষক সংগঠনগুলি। এবার এই একই ইস্যুতে বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন বিজেপি। সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে তোপ দাগল কর্ণাটকের বিরোধী দল। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামীও।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ইয়েদুরাপ্পা বলেছেন, “আমাদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী শিবকুমার, তাঁদের অবশ্যই জানা উচিত, তাঁদের তামিলনাড়ুর এজেন্টদের মতো আচরণ করা উচিত নয়। তাঁদের প্রকৃত ঘটনা উপলব্ধি করতে হবে। আমাদের প্রায় সমস্ত জলাধারে জল এমনকি পানীয়ের জন্যও পর্যাপ্ত নয়, প্রধানমন্ত্রী এতে হস্তক্ষেপ করতে পারেন না, মামলাটি সুপ্রিম কোর্টের অধীন। তাঁর পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব নয়। আবার ইয়েদুরাপ্পার ছেলে বিজয়েন্দ্র ইয়েদুরাপ্পা বলেছেন, “বর্তমান কংগ্রেস সরকার কাবেরী ইস্যুকে গুরুত্বের সঙ্গে নেয়নি। কৃষকরা আক্ষরিক অর্থে রাস্তায় নেমেছে এবং দিনে দিনে তামিলনাড়ুতে জল প্রবাহিত হচ্ছে। রাজ্য সরকার নিজ দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেছেন, “বর্তমানের কর্ণাটক সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কর্ণাটককে অবশ্যই তামিলনাড়ুতে কাবেরির জল ছেড়ে দেওয়া বন্ধ করতে হবে।” বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে কুমারস্বামী বলেছেন, “রাজ্য সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। তাঁরা এখন রাজ্যের কৃষকদের জীবন নিয়ে খেলছে। এই কারণেই জেডি(এস) এবং বিজেপি উভয়ই প্রতিবাদ করছে।”