খোয়াই জেলা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি
Agartala, Sep 08, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
রবিবার খোয়াই জেলা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ৩২ জন রক্তদাতা এই রক্তদানে অংশগ্রহণ করেন।উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী রায়, ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস, সম্পাদক শ্যাঙ্কি সাহা, কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী রায় জানান তারা প্রমাণ করেছে যে তারা শুধুমাত্র বডি বিল্ডিং এর সাথে যুক্ত নয় তারা মানুষের সেবায়ও এগিয়ে আসে। একই সাথে তেলিয়ামুড়াকে বেছে নেওয়ার জন্য সংগঠনকেও ধন্যবাদ জানান বিধায়িকা। একই সাথে আগামী দিনে এরকমভাবে সকলকে এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।