জেডি(ইউ)-র জাতীয় কার্যনির্বাহী বৈঠক শুরু, নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন খারিজ করলেন নেতারা


newsagartala24.com Images

Agartala, Dec 29, 2023, ওয়েব ডেস্ক থেকে


নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর  : দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুরু হয়েছে জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যনির্বাহী বৈঠক। শুক্রবার দুপুরে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জেডি (ইউ)-র জাতীয় সভাপতি রাজীব রঞ্জন (লালন) সিং, কে সি ত্যাগী, অশোক চৌধুরী-সহ জেডি (ইউ)-র শীর্ষ নেতৃত্ব। এদিকে, এই বৈঠকের প্রাক্কালে নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন খারিজ করলেন জেডি (ইউ) নেতারা।

রাজনৈতিক মহলে গুঞ্জন চলছে জেডি (ইউ)-র অন্দরে ডামাডোল পরিস্থিতি চলছে। এ প্রসঙ্গে দলের নেতা অশোক চৌধুরী বলেছেন, “নীতীশ (কুমার) যদি (দলের) সভাপতি হতে চান, আপনার কি মনে হয় কেউ এর বিরোধিতা করবে? নীতীশ (কুমার) একটা ব্র্যান্ড!” বিহারের অর্থমন্ত্রী বিজয় কুমার বলেছেন, “লালন সিং বর্তমান দলের সভাপতি, তাহলে অন্য কাউকে শুভেচ্ছা জানিয়ে লাভ কী?” কে সি ত্যাগী বলেছেন, “জেডি (ইউ)-র জাতীয় কার্যনির্বাহী সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আর্থিক পরিবেশ নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য রাজ্যকে লক্ষ্য করে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হবে।”