টিসিএ সভাপতি এবং সচিব কে পদত্যাগ করতে হবে এবং এই অযোগ্য কমিটির অবসান করতে হবে।
আগরতলা, Oct 28, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
দুর্নীতি এবং অন্যান্য বিভিন্ন অভিযোগকে সামনে রেখে সোমবার ত্রিপুরা ক্রিকেটে এসোসিয়েশনের আগরতলা স্থিত কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সদর জেলা কংগ্রেস কমিটি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তন্ময় চক্রবর্তী জানান বর্তমানে টিসিএ দুর্নীতির একটি আঁতুড় ঘরে পরিণত হয়েছে। রাজ্যের যারা প্রতিভাবান খেলোয়াড় তারা রঞ্জি দলে সুযোগ পাচ্ছেন না বহিরাজ্যের খেলোয়াড়রা রাজ্য দলের হয়ে খেলছে। অন্যদিকে যারা প্রাক্তন খেলোয়াড় রয়েছে বর্তমান কমিটির সময়কালে তারও যোগ্য সম্মান পাচ্ছেন না। একই সাথে ক্রীড়া সামগ্রী বিতরণ ও অন্যান্য ক্ষেত্র যোগ্যতা হীন এই কমিটির চরম দুর্নীতি ও ব্যর্থতা পরিলক্ষিত হয়েছে। তাই সদর জেলা কংগ্রেস দাবি তুলছে অবিলম্বে টিসিএ সভাপতি এবং সচিব কে পদত্যাগ করতে হবে এবং এই অযোগ্য কমিটির অবসান করতে হবে।