ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের
Agartala, Sep 12, 2023, ওয়েব ডেস্ক থেকে
কলকাতা, ১২ সেপ্টেম্বর : ডেঙ্গিতে মৃত্যু হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমটেক প্রথমবর্ষের এক ছাত্রের। মৃত ছাত্রের নাম ওহিদুর রহমান (২৩)। সোমবার কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয়েছে ডেঙ্গি আক্রান্ত ওই ছাত্রের। তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু উল্লেখ করা হয়েছে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩১শে আগস্ট কে.পি.সি. হাসপাতালে ভর্তি হন ওহিদুর। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ৩ সেপ্টেম্বর বেলভিউ নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। গত ৮ দিন ধরে চিকিৎসক অমিতাভ নন্দীর চিকিৎসাধীনে ছিলেন। সোমবার চিকিৎসকরা তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন। চিকিৎসক অমিতাভ নন্দী জানিয়েছেন, খুব জটিল অবস্থা নিয়ে ভর্তি হয়েছিল। তাঁর রক্তক্ষরণ হচ্ছিল। কিডনি, ফুসফুস, লিভার, প্যানক্রিয়াস অচল হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ওহিদুর মুর্শিদাবাদের রমনা সেখদিঘির শীতলপাড়ার বাসিন্দা।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে বেড়েছে মশার উপদ্রব অভিযোগ পড়ুয়াদের। একাধিক বার বিশ্বিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে জমা জল, যত্রতত্র পড়ে রয়েছে ময়লা আবর্জনা দিনে দিনে বাড়ছে মশার প্রকোপ। হস্টেলে কয়েকজনের ডেঙ্গিও হয়েছে বলে দাবি করেছিলেন তাঁরা। এ প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেভাবে আবর্জনা হয়ে পড়ে থাকে, সেগুলি পরিষ্কার ব্যাপারে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয় না। উপাচার্য কি নোটিস পাঠাব? আমরা গিয়ে পরিষ্কার করি। আমার যাব। আবার গিয়ে আমরা সচেতন করব।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর বিস্তার রোধে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্প্রে করা হয়েছে। উল্লেখ্য, গোটা বাংলায় অন্তত ২০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে।