নেশা নয় চাকুরি চাই" এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের মিছিল


newsagartala24.com Images

আগরতলা, Oct 21, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


নেশা নয় চাকুরি চাই" এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ সদর জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আগরতলা রাজপথে সোমবার  এক মিছিল সংঘটিত হয়। উক্ত মিছিলে যুব কংগ্রেস নেতৃত্ব জানায় বর্তমান বিজেপি সরকার ২০১৮ সালে সরকার গঠনের পূর্বে বছরে ৫০ হাজার চাকরি এবং মিস কলের মাধ্যমে চাকুরী মিলবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে নেশা বিরোধী অভিযানকে সামনে রেখে গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দিচ্ছে এই সরকার বলে দাবি যুব কংগ্রেসের। এই সরকার নেশা পাচারকারীতে ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করছে। ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা ঊর্ধ্বমুখী শুধুমাত্র নরেন্দ্র মোদির সরকারের কারণে এবং এই রাজ্যে বেকারত্বের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের কারণে তাই এবারে নেশা নয় চাকুরী চাই এই স্লোগানকে সামনে রেখে পথে নেমেছে যুব কংগ্রেস।