পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন ফ্ল্যাটে সদস্যপদ সংগ্রহ করেন মেয়র
আগরতলা, Oct 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
১৫ই অক্টোবর থেকে ৩০ শে অক্টোবর দ্বিতীয় দফায় রাজ্যব্যাপী বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে যে ১২ লক্ষ টার্গেট নেওয়া হয়েছিল তার ভেতর সাড়ে ৬ লক্ষ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে। মোদিজীর আহবানে পাশাপাশি বিজেপি দলের কর্মকান্ডে উৎসাহিত হয় দলে দলে লোক বিজেপি দলে সামিল হচ্ছে।
মঙ্গলবার পুর নিগমের ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন ফ্ল্যাটে সদস্যপদ সংগ্রহ করেন মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। সদস্যতা অভিযানে সামিল হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, বাড়ি বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েও এই সদস্যরা অভিযান কর্মসূচি জারি রাখা হয়েছে গোটা রাজ্য। আর তাতে করে রাজ্যের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।। তাই ভারতের জনতা পার্টি দলের বিশ্বাস এবং প্রত্যাশা তাদের টার্গেটের বাইরেও মানুষ এসে তাদের সঙ্গে সামিল হবে। তাছাড়া মানুষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ দলের প্রতি আস্থা রেখেই সদস্যতা অভিযানের সামিল হচ্ছেন বলে জানান তিনি।