প্রতাপগড় মন্ডলে দলীয় কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ মুখ্যমন্ত্রীর
আগরতলা, Nov 24, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর মানুষের আস্থা রয়েছে। তিনি দেশের মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন উদ্ভাবনী কাজ করেছেন। হর ঘর তিরঙ্গা, মেরি মাটি মেরি দেশ ইত্যাদি দেশাত্মবোধক ভাবনা এনেছেন। আগামীতে এমন একজন প্রধানমন্ত্রী পাওয়া যাবে কিনা সেনিয়ে সংশয় রয়েছে। গতকাল মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির আশানুরূপ সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দেশের যুব শক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
রবিবার ১৩ প্রতাপগড় বিধানসভার অধীন বনকুমারী বগলা মাতা মন্দির পরিসরে দলীয় সহকর্মীদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'মন কি বাত' কার্যক্রম শ্রবণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই কার্যক্রমে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, জ্ঞান ছাড়া কিছু হবে না। আগামীদিনে দেশ তাদের হাতে থাকবে যাদের জ্ঞান রয়েছে। জ্ঞানই সত্যি বলবে এবং জ্ঞানের মাধ্যমে আগামীদিনে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। যুবদের উদ্ভাবনী চিন্তাভাবনা করতে হবে। যাতে আমাদের সবার গর্ব হয়। প্রতাপগড় এলাকা থেকে রাষ্ট্রপতি ভবনে একজনকে সম্মানিত করা হয়েছে। যা আমাদের জন্য খুবই গর্বের। এজন্য নাম পাঠাতে হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার 'মন কি বাত' কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অজানা ও উদ্ভাবনী তথ্য তুলে ধরেন তিনি। আর নভেম্বর মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রীর ১১৬ তম মন কি বাত কার্যক্রম। আজকের পর্বে যুবশক্তি দ্বারা বিভিন্ন সদর্থক প্রয়াস, ভিন্ন ভিন্ন দেশে থাকা ভারতীয়দের ইতিহাস সংরক্ষণ, প্রকৃতি সংরক্ষণের বিভিন্ন প্রয়াস সম্পর্কে তিনি আমাদের অবহিত করেন।
এদিন মন কি বাত কার্যক্রম শ্রবণের জন্য ভারতীয় জনতা পার্টির ব্যাপক অংশের কার্যকর্তা সমবেত হন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, কাজের কোন বিকল্প নেই। কাজের মাধ্যমেই দেশ ও রাজ্যের বিকাশে সামিল হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর দেশবাসীর বিপুল আস্থা রয়েছে