প্রথম অধিবেশনে বিধানসভা চত্বর জুড়ে কড়া নিরাপত্তা


newsagartala24.com Images

কলকাতা,, Feb 05, 2024, ওয়েব ডেস্ক থেকে


কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : সংসদের ঘটনার পর সোমবার বিধানসভার অধিবেশন। নেওয়া হয়েছে একাদিক কড়া পদক্ষেপ ।

যাঁরা বিধানসভার সদস্য রয়েছেন তাঁদের নিজেদের পরিচয়পত্র নিয়ে বিধানসভায় ঢুকতে হয়েছে। বিধায়কদের সঙ্গে যে ভিজিটার্সরা আসবেন তাঁদের জন্য পৃথক বন্দোবস্ত করা হয়। তাঁদের ছবি তোলা এবং পরিচয় যাচাই করার পর বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হয়।যাঁরা নিরাপত্তার দায়িত্বে আছেন তাঁদের শিফটিং ডিউটির মাধ্যমে মোতায়ন করা হয়।

বিধায়ক ও বিধানসভায় আগত অতিথিদের জন্য পৃথক দরজা দিয়ে ঢোকার ব্যবস্থা করা হয়। বিধায়কদের এ বার থেকে উত্তর গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করতে হচ্ছে। আর যেসব অতিথি তাঁদের সঙ্গে আসবেন তাঁরা বিধানসভার পশ্চিম গেট দিয়ে প্রবেশ করছেন।সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নির্দিষ্ট পরিচয়পত্র নিয়েই বিধানসভায় ঢুকতে হচ্ছে। স্ক্যানিং করা হচ্ছে পরিচয়পত্র। বিধানসভার নিরাপত্তার পাশাপাশি এদিন পুলিশও মোতায়েন আছে বিধানসভা চত্বরের বাইরে।

গত ১৩ ডিসেম্বর ২০২৩ সালে সংসদে হামলার ঘটনা ঘটেছিল। বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে বিধায়কদের পরিচয় পত্র অবশ্যই থাকতে হবে। ভিজিটারদের ক্ষেত্রেও আরও কড়াকড়ি করা হয়েছে নিয়ম। সে ক্ষেত্রে এবার থেকে ভিজিটরদের সময় কমিয়ে দু ঘণ্টা করা হয়েছে। কেউ দু’ঘণ্টার পরে বিধানসভা থেকে বেরোলে সেক্ষেত্রে পদক্ষেপ করবে পুলিশ।