ফ্লোরিডায় কুকুর বিক্রি নিয়ে সংঘর্ষে গুলি, নিহত তিনজন
Agartala, Sep 25, 2023, ওয়েব ডেস্ক থেকে
ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর : ফ্লোরিডায় কুকুর বিক্রি নিয়ে বিবাদের জেরে গুলি চলল । গুলিতে তিন বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, জ্যাকসনভিল শেরিফের অফিসের সহকারি প্রধান জেডি স্ট্রনকো বলেন, একটি কুকুর বিক্রির বিষয়ে কিছু লোকের সাথে দেখা করতে শনিবার রাত ১০ টার দিকে একটি শিশু সহ পাঁচজন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে গিয়েছিল। সেই সময় বিবাদের পর গুলিবর্ষণ হয়। গুলিতে এক শিশুসহ তিনজন প্রাণ হারান। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। স্ট্রোনকো মৃতদের পরিচয় প্রকাশ করেনি।