বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারের বিভিন্ন দপ্তরে ১৬ হাজার চারশো একান্ন জনকে নিয়োগ করা হয়েছে

আগরতলা, Apr 08, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
. ত্রিপুরা রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যে সরকার কাজ করছে, তা হচ্ছে বর্তমান সরকার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারের বিভিন্ন দপ্তরে ১৬ হাজার চারশো একান্ন জনকে নিয়োগ করা হয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয়েছে তাই তাদের চাকরি নিয়ে একটিও অভিযোগ নেই। এই দাবি বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবের। মঙ্গলবার বিকেলে রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে তিনি এই দাবি করেন।
সম্প্রতি রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট সমর্থিত ২ যুব সংগঠনের তরফে যৌথভাবে এক সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয় বর্তমান সরকার বেকার যুবক-যুবতীদের সঙ্গে প্রতারণা করছে। এর বিরুদ্ধে তারা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গড়ে তুলবেন বলেও জানান।
এই অভিযোগের পাল্টা উত্তর দিতে গিয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বললেন, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার বেকারদের চাকরিসহ কর্মসংস্থানের জন্য সবচেয়ে ভালো কাজ করছে। বিভিন্ন দপ্তরের স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রদানের পাশাপাশি ৯৬ টি চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এই চাকরি মেলার মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীরা তাদের দক্ষতা অনুসারে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। সেই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজন অনুসারে চুক্তির ভিত্তিতে কর্মচারী নিয়োগ করা হয়েছে।
এদিনের এই সাংবাদিক সম্মেলনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক রানা ঘোষ এবং প্রদেশ মুখপাত্র অম্লান ঘোষ।