বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের কাজ চলছে -অর্থমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Apr 19, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


অর্থ দপ্তরের ক্ষুদ্র সঞ্চয় বিভাগে চাকরিপ্রাপ্ত ১১ জনের হাতে অফার তুলে দেওয়া হল শনিবার। টিপিএসসির মাধ্যমে ইন্সপেক্টর পদে চাকরিপ্রাপ্ত ১১ জনের হাতে এই অফার তুলে দেওয়া হয় ।এই উপলক্ষে  আয়োজিত অফার বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন ,সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদ পূরণের কাজ চলছে ।বিভিন্ন মহল থেকে শূন্য পদ পূরণের বিলম্ব হচ্ছে বলে বলা হচ্ছে। মন্ত্রী বলেন, শূন্য পদ পূরণে দেরি হচ্ছে ,তার কারণ একটাই, সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকরি প্রদান করছে। নিয়ম-নীতি মেনে সিস্টেমের মধ্যে থেকে চাকরি দিতে গিয়ে কিছুটা কাল বিলম্ব হচ্ছে বলে জানান তিনি ।মন্ত্রী আরো জানান ,অর্থ দপ্তরের বিভিন্ন বিভাগের মত ক্ষুদ্র সঞ্চয় বিভাগের কাজও খুবই গুরুত্বপূর্ণ ।নতুন চাকরিপ্রাপকরা সঠিকভাবে এই কাজ সম্পাদন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানের স্মল সেভিংস এর কাজকর্মের লক্ষ্যমাত্রা এবং সাফল্যর পরিসংখ্যান তুলে ধরেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়।