বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে বিক্ষোভে সামিল বন দপ্তরে কর্মীরা।
আগরতলা, Nov 20, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে বিক্ষোভে সামিল বন দপ্তরে কর্মীরা। মূলত বন দপ্তরে ৩৬৩ জন পার্মানেন্ট লেবার হিসেবে কর্মরত। তার মধ্যে প্রায় ১৫-২০ বছর ধরে কাজ করে চলেছেন তারা। জানা যায়,গত সাত বছর আগে তাদেরকে ফাইনান্সের এপ্রুভাল দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তারা সরকারি স্কেল পায়নি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোন ধরনের সদত্তর পাইনি তারা।ফলে বুধবার বাধ্য হয়ে একদিনের কর্ম বিরতিতে বসে তারা এবং সরকারের কাছে তারা দাবি রাখে অবিলম্বে যেন তাদের উপযুক্ত স্কেল প্রদান করা হয়। উল্লেখ্য পার্মানেন্ট লেবার হিসেবে তাদের এখন বারো হাজার টাকা প্রদান করা হয়। যা দিয়ে তাদের সংসার প্রতিপালন করা দুষ্কর হয়ে যাচ্ছে বলে তাদের অভিমত।