বিশ্বকাপ হাতে ভারতীয় ফিল্ডিং দলের কোচ তথা রাজ্যের মেয়ে শ্রাবণী দেবনাথ,কুয়ালালামপুরে


newsagartala24.com Images

আগরতলা, Feb 03, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


বিশ্বকাপ হাতে ভারতীয় ফিল্ডিং দলের কোচ তথা রাজ্যের মেয়ে শ্রাবণী দেবনাথ,কুয়ালালামপুরেঅনুর্ধ ১৯ মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ভারত।কুয়ালালামপুরে হলো এই ম্যাচটি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত খেলে বিশ্বকাপের সোনার পরি ঘরে তুললো অনুর্ধ ১৯ ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে ছিলেন রাজ্যের মেয়ে শ্রাবণী দেবনাথ।

ম্যাচ জয়ের পর বিশ্বকাপ ট্রফি হাতে শ্রাবনী দেবনাথ জোর গলায় ফের একবার জানান দিলেন, ত্রিপুরাতে প্রতিভার অভাব নেই। বিসিসিআই থেকে শ্রাবণীকে যে সুযোগটা দেয়া হলো ,তাতে একশো শতাংশ সফল রাজ্যের এই বীরাঙ্গনা। ফের একবার কুর্নিশ ভারতীয় মহিলা ক্রিকেট দল সহ রাজ্যের মেয়ে শ্রাবণী দেবনাথকে।