মহুয়াকে সমর্থন করে তোপ মমতার


newsagartala24.com Images

Agartala, Dec 08, 2023, ওয়েব ডেস্ক থেকে


কার্শিয়াং, ৮ ডিসেম্বর : ‘‘ভোটে হারাতে না পেরে মহুয়াকে সংসদ থেকে খারিজ করা হল। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে নেওয়া হল এই ব্যবস্থা’’।

মহুয়া মৈত্রর পাশে দাঁড়িয়ে শুক্রবার এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দল মহুয়া মৈত্রর পাশে রয়েছে বলে জানালেন তিনি। ধ্বনিভোটে এই সিদ্ধান্ত নেওয়ায় তুমুল সমালোচনা মমতার।

মহুয়া মৈত্রর পাশে দাঁড়ানোর জন্য আইএনডিই জোটের সব শরিককে ধন্যবাদ জানালেন মমতা। বিজেপি গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বলে তোপ দেগে তিনি বলেন, ‘‘রাজনৈতিক প্রতিহিংসার শিকার মহুয়া, তীব্র নিন্দা করছি। মহুয়া মৈত্রর সঙ্গে যা হল তা গণতন্ত্রের লজ্জা, আমি মর্মাহত’’।