রবীন্দ্র ভারতীতে র‍্যাগিং নিয়ে বিক্ষোভ


newsagartala24.com Images

Agartala, Sep 01, 2023, ওয়েব ডেস্ক থেকে


কলকাতা, ১ সেপ্টেম্বর  : রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে শুক্রবার র‍্যাগিংয়ের অভিযোগ নিয়ে একদল ছাত্রী প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায়। তাঁদের প্রশ্ন, দুদিন ধরে প্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে, তাও কেন উপাচার্য এখানে নেই?

বৃহস্পতিবারই ওই প্রতিষ্ঠানের হিন্দি বিভাগের পাঁচ ছাত্রী তাঁদের সঙ্গে র‍্যাগিং এর ঘটনা ঘটেছে, বলে অভিযোগ করেন। অভিযুক্ত তাঁদেরই এক বিভাগীয় অধ্যাপক। এদিকে, বিশ্ববিদ্যালয়ের তৃণমূল সমর্থিত কর্মী সংগঠনের অসহযোগিতা ও বিক্ষোভের জেরে ‘ভীত’ উপাচার্য সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। অভিযোগ, তিনি যেহেতু আচার্য মনোনীতদের অন্যতম, রাজ্যের শিক্ষামন্ত্রী-সহ শাসকদল তাঁর উপস্থিতি চান না।

এই পরিস্থিতিতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে না এসে বাড়ি থেকে অফিসের কাজ চালানোয় শুক্রবার ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ডাকা হয় অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক। ক্যাম্পাসে কেন নেই উপাচার্য? এই প্রশ্ন তুলেই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় কিছু ছাত্রী।