.রোমান লিপিতে ককবরক ভাষার দাবিতে আন্দোলন স্ক্রিপ্টেড নাটক : সুদীপ


newsagartala24.com Images

আগরতলা, Apr 17, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


 রোমান লিপিতে ককবরক ভাষার দাবিতে দীর্ঘদিন ধরেই রাজ্যে রাজনৈতিক চাপানউতোর চলছে। কংগ্রেস বিধায়ক সুদীপরায় বর্মন  অভিযোগ করেন , রাজ্যের বিভিন্ন জনজাতি ছাত্র সংগঠন ও তিপরা মথার নেতৃত্ব রোমান স্ক্রিপ্টের দাবিতে  আন্দোলন আসলে “স্ক্রিপ্টেড নাটক”। তিনি বলেন, তিপ্রাসা জনগোষ্ঠীর আবেগ ও সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে। তাঁদের বোকা বানানো হচ্ছে। তিনি আরও বলেন , রোমান স্ক্রিপ্ট নিয়ে অতীতে বাম সরকার তালবাহানা করেছে, আর বর্তমান বিজেপি সরকার এই ইস্যুতে করছে নোংরা রাজনীতি। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে সুদীপ বাবু তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কটাক্ষ করে  বলেন, তিপ্রাসারা অন্ধের মতো তাঁকে ভালোবেসেছিল। কিন্তু এটাকেই পুঁজি করে বিজেপি ও তিপরা মথা মিলে হয়েছে মহা ঠকাই। আর এই দুই মহা ঠকাইয়ের ধান্দায় ঠকতে হচ্ছে তিপ্রাসা জাতিগোষ্ঠীকে। তিনি আরো বলেন, এই ধরনের নাটকীয় আন্দোলন করে অধিকার আদায় হয় না। তিনি এর জন্যে গণতান্ত্রিক পথে আন্দোলন করার কথা বলেন। তিপরা মথা ও অন্যান্য রাজনৈতিক দল যারা এই দাবিকে সমর্থন করে, তারা একত্রে গণতান্ত্রিক আন্দোলন করতে পারে। সুদীপ বাবু এদিন  স্পষ্ট বলেন , কংগ্রেস ভোট পাক বা না পাক, রাজ্যের জনজাতি জনগোষ্ঠীর স্বার্থে সর্বদা সরব থাকবে। তাদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় কংগ্রেস বরাবর পাশে ছিল, আছে, ও  থাকবে।