লিবিয়ায় চলছে ভয়ংকর ধ্বংসলীলা


newsagartala24.com Images

আগরতলা, Sep 14, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


ক্লাইমেট চেঞ্জের জেরই কি মানচিত্র থেকে মুছে দিল গোটা একটা শহর? ক্লাইমেট চেঞ্জ যে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, সেটা ক্রমে অনুভূত হচ্ছে। পৃথিবী জুড়ে কোনও না কোনও দেশের  অংশে লেগেই থাকছে দুর্যোগ। লিবিয়ায় চলছে ভয়ংকর ধ্বংসলীলা। ভয়ংকর গতিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রথমে ২০০০, পরে ৫০০০, তার পরে ১০০০০! এখন গতিপ্রকৃতি যেদিকে তাতে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছুঁই-ছুঁই বলেই আশঙ্কা।

এর মধ্যে বিদেশি আছেন ৪০০ জন।

ক্লাইমেট চেঞ্জ যে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে, সেটা ক্রমে অনুভূত হচ্ছে। এখন পৃথিবী জুড়ে কোনও না কোনও দেশের কোনও না কোনও অংশে লেগেই থাকে প্রাকৃতিক দুর্যোগ। এখন যেমন লিবিয়ায় চলছে ঝড়ের ভয়ংকর নাচনকোঁদন। জলস্রোতে ভেসে গিয়েছে পুরো এলাকাই!
G 24 GHANTA