শহর যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু


newsagartala24.com Images

আগরতলা, Apr 16, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


রাজধানীতে যানজট এবং যান সন্ত্রাস রুখতে ষোল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক ইউনিট ।এই সিদ্ধান্তের অঙ্গ হিসেবে বুধবার রাজধানীর জিবি বাজার এলাকা থেকে শুরু হয়েছে এই অভিযান। এদিন ট্রাফিক ইউনিট বিশাল পুলিশ বাহিনী নিয়ে জিবি বাজার এলাকায় অভিযানে নামে ।অভিযান চলাকালীন সময়ে বেআইনি পার্কিং করার জন্য একটি বাইককে ক্রেনের করে লিফটিং করা হয় ।জিবি বাজার এলাকায় ফুটপাথ দখল করে রাখা ব্যবসায়ীদের সামগ্রি গুলি সড়িয়ে দেওয়া হয় ।এর নেতৃত্বে ছিলেন ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি স্বপন সরকার ।এই বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি জানান ,১৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে। শহরকে যানজট মুক্ত করা, বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ,ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা -এই বিশেষ অভিযানের প্রধান লক্ষ্য।২৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে এই ধরনের বিশেষ অভিযান চলবে বলে জানান তিনি।