১ম ডিভিশন লিগ ক্রিকেটে চলমানকে হারিয়ে জয়ের মুখ দেখলো বিসিসি

আগরতলা, Apr 16, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
সহজ ম্যাচকে কঠিন করে জিতলো বি সি সি। বুধবার বি সি সি ৪ উইকেটে পরাজিত করে চলমান সংঘকে। সুভাষ চক্রবর্তী এবং অর্কজিৎ দাসের দুরন্ত বোলিংয়ে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চলমান সংঘের গড়া ৮৮ রানের জবাবে বি সি সি ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের সুভাষ এবং অর্কজিত চারটি করে উইকেট দখল করেন। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে চলমান সংঘ মাত্র ৮৮ রান করতে সক্ষম হয়। সুভাষ এবং অর্কজিতের ভেলকিতে কার্যত কুপোকাৎ হয়ে পরেন চলমান সংঘের বেটারসরা। দলের পক্ষে সম্রাট সিনহা কিছুটা প্রতিরোধ করে তুলেন। নতুবা দলীয় স্কোর সম্ভবত ৫০ রানের গণ্ডি পার হতো না। সম্রাট ৪৩ বল খেলে আটটি বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন। এছাড়া দলের পক্ষে বিশাল চৌহান ১৫ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। বি সি সি-র পক্ষে সুভাষ চক্রবর্তী আট রানে , আর্কজিৎ দাস ১৯ রানে চারটি করে এবং আরজু চৌহান ১৭ রানের দুটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বি সি সি ছয় উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে অভিষেক সিং ২৩ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩৫, গোবিন্দ সাহা ২১ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং শঙ্খনীল সেনগুপ্ত ২৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। চলমান সংঘের পক্ষে দেবপ্রসাদ সিনহা ২৯ রানে তিনটি উইকেট দখল করেন।