১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও গাজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য ৪২ লক্ষ টাকা


newsagartala24.com Images

আগরতলা, Oct 22, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


প্রশাসনের এবং সরকারের করা বার্তা কে কার্যত বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবাধে চলছে নেশার কারবার রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর তাকে সমূলে উৎপাটন করতে কার্যত হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন। যার কারণে প্রায় প্রতিদিন অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করা সত্ত্বেও বন্ধ হচ্ছে না কারবার ‌। আবারো গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমতলী থানার পুলিশ ফুলতুলি নয়া পাড়ার দেবজিত ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা  সহ দেবজিৎ ভৌমিককে আটক করতে সক্ষম হয়। মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরন কুমার কে,আমতলী এসডিপি, আমতলী থানার ওসি সীতিকান্ত বর্ধনের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন।

পশ্চিম জেলার পুলিশ সুপার  ডক্টর কিরণ কুমার কে তিনি বলেন গোপন সুএের মাধ্যমে দেব জিৎ ভূমিকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও গাজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য ৪২ লক্ষ টাকা