newsagartala24@gmail.com

+91 9366733938


২২বছর পর দেওধরের ট্রফি ঘরে তুললো দক্ষিনাঞ্চল


newsagartala24.com Images

আগরতলা, Aug 04, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


দেওধর ট্রফি ওয়ান ডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাউথ জোন। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন মায়াঙ্ক আগরওয়ালরা। বৃহস্পতিবার ডে-নাইট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মায়াঙ্ক। রোহন কুন্নমাল ও মায়াঙ্ক জুটি বিধ্বংসী ব্যাটিং করেন। শেষ অবধি ইস্ট জোনকে ৩২৯ রানের বিশাল লক্ষ্য দেয় তারা। মরিয়া লড়াই করে ইস্ট জোন। আলাদা করে বলতে হয় রিয়ান পরাগের কথা। কিন্তু খেতাব জেতা হল না। এত বড় লক্ষ্য তাড়া করতে ভালো শুরু প্রয়োজন ছিল ইস্ট জোনের। হাই ভোল্টেজ ম্যাচে অভিমন্যু ঈশ্বরণের পারফরম্যান্স ফের চিন্তা বাড়াল। বাংলার হয়ে রঞ্জি ট্রফি ফাইনালেও নজর কাড়তে ব্যর্থ। অথচ গত রঞ্জি মরসুমে বাকি ম্যাচে অনবদ্য পারফর্ম করেছিলেন। এ বার দেওধরেও ভালো পারফর্ম করেন। একটি সেঞ্চুরিও করেছিলেন। ফাইনালে ৩ বলে ১ রানেই শেষ তাঁর ইনিংস। আর এক ওপেনার উৎকর্ষ সিং। তাঁদের পথে তিনে নামা বিরাট সিংও। ইস্ট জোন ইনিংসে ভরসা দেন বাংলার ব্যাটার সুদীপ ঘরামি। অধিনায়ক সৌরভ তিওয়ারি সেট হলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ।

সৌরভ ফেরেন ২৮ রানে। সুদীপ ঘরামির অবদান ৪১ রান। তবে ইস্ট জোনকে জয়ের প্রত্যাশা দেখান রিয়ান পরাগ ও কুমার কুশাগ্র। গ্রুপ পর্বে দুটি বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন রিয়ান পরাগ। চ্যাম্পিয়ন হতে এমনই একটা ইনিংস প্রয়োজন ছিল। তিনি এবং কুশাগ্র মরিয়া চেষ্টাও করেন। প্রায় সাফল্য পাচ্ছিলেন। কিন্তু কাপ আর ঠোঁটের মতোই দূরত্ব থেকেই গেল। ইস্ট জোনের কিপার-ব্যাটার ৫৮ বলে ৬৮ রানে ফেরেন। রিয়ান পরাগ আধডজন বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারিতে মাত্র ৬৫ বলে ৯৫ রান করেন। তিনি ক্রিজে থাকলে আরও ক্লোজ হত ম্যাচ। শেষ অবধি ২৮৩ রানে অলআউট হয় ইস্ট জোন।