CPIM করলেই রাজ্যে আক্রমণ হচ্ছে একের পর এক ! অমল চক্রবর্তী


newsagartala24.com Images

আগরতলা, Oct 20, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


রবিবার মোট চার দফা দাবি নিয়ে আগরতলার মঠ চৌমুহনী এলাকায় সিপিআইএম লোকাল কমিটির পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব অমল চক্রবর্তী সহ সংগঠনের বিভিন্ন নেতৃত্ব ও কার্যকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম নেতা অমল চক্রবর্তী রাজধানীর শহরের আইন-শৃঙ্খলা এবং রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ে সরকার এবং প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, অতীতে যে খবরের কাগজ গুলি বামেদের না বকে জল গ্রহণ করতেন না তারাও বর্তমানে রাজ্যের আইনের শাসন নেই বলে প্রতিদিন ছাপিয়ে যাচ্ছে। সকালে বাড়ি থেকে বের হলে রাতে বাড়ি না যাওয়া পর্যন্ত মা-বাবারা নিশ্চিত হতে পারেনা সন্তান ঘরে ফিরবে কি না। এমনই এক দৃশ্য দেখা গেল শহর আগরতলার মেলার মাঠ এলাকায় যেখানে পুলিশের সামনে খুন হয়ে যায় এক ব্যবসায়ী।

কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন আগে এমন ছিল না বর্তমানে তাদেরকে যারা নিয়ন্ত্রণ করছে দোষ হচ্ছে তাদের।। তাছাড়া তিনি অভিযোগ করেন সিপিআইএম করলেই রাজ্যে আক্রমণ হচ্ছে একের পর এক।