আন্টার্কটিকায় হাজার হাজার পেঙ্গুইন শাবকের মৃত্যু
আগরতলা, Aug 30, 2023, ওয়েব ডেস্ক থেকে
আন্টার্কটিকা সমুদ্রের বরফ গলে যাচ্ছে পেঙ্গুইন কলোনিগুলিতে পেঙ্গুইনের জন্ম নানা ভাবে ব্যাহত হয়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা, অচিরেই পৃথিবী থেকে পেঙ্গুইনদের বিদায় নেওয়ার পর্ব শুরু হবে।
জলবায়ু পরিবর্তন লহমায় মেরে ফেলল ১০ হাজার পেঙ্গুইনবাচ্চাকে! সম্প্রতি আন্টার্কটিকায় হাজার হাজার পেঙ্গুইন শাবকের মৃত্যু ঘটেছে। এই পেঙ্গুইনদের পালক সাঁতারের উপযোগী হয়ে ওঠার আগেই তাদের পায়ের নীচে থাকা সমুদ্রবরফ গলে যায় এবং তা ভেঙে পড়ে। বরফজলে ডুবে বা ঠান্ডায় জমে পেঙ্গুইন বাচ্চাগুলির মৃত্যু ঘটেছে