ইসরাইল গাজায় গণহত্যা


newsagartala24.com Images

আগরতলা, Jan 25, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে- এই অভিযোগে আইসিজেতে দেশটির বিরুদ্ধে গত বছরের ২৯ ডিসেম্বর একটি মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। চলতি মাসে নেদারল্যান্ডসের হেগে এই মামলার শুনানিও হয়েছে দুদিন। শুনানিতে দক্ষিণ আফ্রিকা ইসরাইলকে গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি অঞ্চলটিতে মানবিক সহায়তা পৌঁছাতে দেশটি যেন বাধা না দেয় এই বিষয়েও আদেশ দিতে আদালতকে অনুরোধ করেছিল। দুপক্ষের শুনানি শেষে মামলায় রায় না দিয়ে ১৭ বিচারক প্যানেলের প্রেসিডেন্ট জোয়ান দোনোগু বলেন, ‘আগামী দিনে সিদ্ধান্ত ঘোষণা করবে আদালত। আমাদের সঙ্গেই থাকুন।’ আইসিজে প্রেসিডেন্ট জোয়ান দোনোগুর সেই ‘আগামী দিন’টিই শুক্রবার। অথচ আজকের রায়ে মামলার মূল এজেন্ডা ইসরাইলের যুদ্ধাপরাধ নিয়েই কোনো রায় দেবেন না আদালত। অর্থাৎ, গাজায় নৃশংস হত্যাযজ্ঞের ১১২তম দিনেও ইসরাইলের ‘যুদ্ধাপরাধ’ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে আইসিজে! নারী-শিশুসহ ২৫ হাজারেরও বেশি বেসামরিক মানুষের মৃত্যুর পরও যুদ্ধাপরাধ আসলে কী তা নিয়ে ধন্দে পড়েছেন বিচারকরা.

 নাকি কোনো অদৃশ্য ইশারায় এখনই ইসরাইলকে যুদ্ধাপরাধী বলতে চায় না আইসিজে! 

 ইসরাইলের বিরুদ্ধে জরুরি পদক্ষেপের নির্দেশনা দেবেন কিনা আইসিজে- সে বিষয়ে ঘোষণা দেওয়া হবে শুক্রবার। ঘোষণায় ‘ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে কিনা’ এই মূল রায় থেকেই দূরে থাকবেন জাতিসংঘের এই শীর্ষ আদালতের বিচারকরা। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিজে।