উমাকান্ত ময়দানে সম্পন্ন হলো রেফারীদের একদিনের ফিটনেস ক্যাম্প।।
আগরতলা, Jun 14, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024
১৭ জুন থেকে শুরু হচ্ছে এবছর এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবল মরশুম। ১৭ জুন উদ্বোধন হবে ১৬ টি ক্লাবকে নিয়ে আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবলের আসর। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সরোজ সংঘ ও ইকফাই এফ.সি।
পাশাপাশি ১৮ জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর। সেদিকে লক্ষ্য রেখে এিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যাম্প হলো শুক্রবা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। একদিনের এই শিবিরে সারা রাজ্য থেকে প্রায় ৫০ জন রেফারি অংশগ্রহন করেন। যার মধ্যে ৩ জন মহিলা রেফারিও ছিলেন। শিবিরের উদ্ভোধন করেন টি এফ এর সচিব অমিত চৌধুরী। শিবিরে প্রত্যেকেই নিজেদের ফিটনেসের পরীক্ষা দিলেন। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত লিগ ও নক আউট ফুটবল প্রতিযোগিতাগুলো সুন্দর ভাবে রেফারিরা পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই শিবিরের আয়োজন করা হলো বলে জানালেন এিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের সচিব নারায়ন দে। মাঠে উপস্থিত ছিলেন সিনিয়র রেফারি বাদল চক্রবর্তীও।
শিবির পরিচালনা করলেন এইচ ও আর বিস্বজিত সাহা। তাকে সহযোগিতা করলেন টিংকু দে, সত্যজিৎ দেবরায় ও অভিজিৎ দাস।