একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও আর নেই ছেলেটি
আগরতলা, Aug 21, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023
# একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও আর নেই ছোট্ট ছেলেটি # ৯০ দশকের বাংলাদেশ টেলিভিশনে একটি চিপসের অ্যাড্রেস করেছিল
মৃত্যুবরণ করল
নিউ ইউকে নাইন্টিজ কিডদের কাছে খুব জনপ্রিয় ছিল বম্বে সুইটসের পটেটো স্টিকসের টিভিসিটা। স্কুলপড়ুয়া এক কিশোরকে সেখানে দেখা যেতো পটেটো টিকস চিপস হাতে, সেই চিপসের দিকে নজর পড়তো সবার। শেষমেশ চিপস খাওয়ার জন্য বদ্ধ ঘরের আশ্রয় নিতে হতো ছেলেটাকে, তার মুখেই আমরা শুনতাম- 'একা একা খেতে চাও? দরজা বন্ধ করে খাও!' বাংলাদেশে অন্য কোন চিপসের টিভিসি বোধহয় এতটা জনপ্রিয়তা পায়নি #
সেই টিভিসিতে যে কিশোরকে অভিনয় করতে দেখা গিয়েছিল, তার নাম সাদ হোসেন। কিডনীজনিত জটিলতায় আক্রান্ত হয়ে এই তরুণের মৃত্যু হয়েছে গত শুক্রবার। স্ত্রী ও সন্তানকে নিয়ে আমেরিকার নিউইয়র্কে থাকতেন সাদ, সেখানেই মারা গেছেন তিনি। আমাদের শৈশব-কৈশোরের প্রিয় চরিত্রদের একটির মৃত্যু ঘটলো অনেকটা অগোচরেই ! #
# ( সিনেগল্প থেকে সংগ্রহীত ) বাংলাদেশ #