এডভেঞ্চার শিবিরে ক্লাইম্বারদের উৎসাহ

আগরতলা, Mar 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
আমবাসায় অনুষ্ঠিত রাজ্যাভিত্তিক এডভেঞ্চার শিক্ষার্থীদের কিভাবে এসেন্ডার কিংবা জুমারের সাহার্য্যে উঁচু পাহাড়ে চড়তে হয় তা হতে কলমে শেখানো হচ্ছে। রবিবার সকাল থেকে তীব্র গরমকে উপেক্ষা করে শিবিরের পঞ্চান্ন জন ছেলে মেয়ে অতি উৎসাহ সহকারে জুমারের মাধ্যমে কঠিন রাস্তা দিয়ে ক্লাইম্বিং করে।
তাদের একটাই কথা মোবাইলের প্রতি আকৃষ্ট না হয়ে এইধরনের কেম্প সারা রাজ্যের প্রতিটি জেলায় সংঘঠিত হলে ছেলে মেয়েরা এডভেঞ্চারের প্রতি আরো বেশীকরে আগ্রহ হবে, অনেক কিছু শিখতে পারবে।
প্রসঙ্গত চারদিন ব্যাপী এই শিবিরের প্রশিক্ষক হিসেবে নেতৃত্বে দেন প্রনব অখণ্ড, উদয় নোয়াতিয়া, নিওকরা হলাম তাছাড়া তাদের সহকারী হিসেবে নিবেদিতা ত্রিপুরা, কিরন দেব্বর্মা, তপন মানিক ত্রিপুরা এবং ইয়ত অর্গানাইজার নৃপেন্দ্র চন্দ্র দাস রয়েছেন।