কোচ খুঁজে পাচ্ছে না পাকিস্তান


newsagartala24.com Images

করাচি, Mar 22, 2024, ওয়েব ডেস্ক থেকে


করাচি, ২২ মার্চ (হি.স.): পাকিস্তান ক্রিকেট বোর্ড ভালো কোচ খুঁজে পাচ্ছে না। কিছুদিন আগে শেন ওয়াটসন ও ড্যারেন স্যামি না করে দিয়েছেন। এবার তারা গ্যারি কার্স্টেন–এর দ্বারস্থ হয়েছেন। ভারতের ২০১১ সালের এক দিনের বিশ্বকাপজয়ী কোচ ছিলেন কার্স্টেন। তাকে প্রস্তাব দিয়েছে মহসিন নকভির বোর্ড। কার্স্টেনকে প্রস্তাব দেওয়া ছাড়া আরও পাঁচ কোচকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁরা হলেন— জাস্টিন ল্যাঙ্গার, মাইক হেসন, ম্যাথু হেডেন, অইন মরগ্যান ও ফিল সিমন্স।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই কারণেই তাড়াতাড়ি বাবরদের বিদেশি কোচ নিযুক্ত করতে চাইছেন নকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিকের মতে, “কোচ নিযুক্ত করা এবং বরখাস্ত করার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজির ভাল নেই। সেই কারণেই বেশির ভাগ কোচ পাকিস্তানের দায়িত্ব নিতে চায় না। তা সত্ত্বেও আমরা আশা করছি ভাল কোচ।”