কোরান পোড়ানোর আইন ডেনমার্ক সরকার


newsagartala24.com Images

আগরতলা, Aug 25, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


কোরান  পোড়ানোর বিরুদ্ধে আইন আনতে চলেছে ডেনমার্ক (Denmark) সরকার।  যেকোনও ধর্মগ্রন্থের প্রতি অবমাননাকর আচরণ করলেই দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি দেওয়া হবে। ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড জানিয়েছেন, খুব তাড়াতাড়িই সেদেশে এই আইনের খসড়া পেশ হতে চলেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কোরান পোড়ানো নিয়ে উত্তাল হয়েছিল ডেনমার্কের প্রতিবেশী দেশ সুইডেন (Sweden)। তার প্রভাব পড়েছিল আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও।শুক্রবার ডেনমার্কের সরকারের তরফে জানানো হয়

কোরান-সহ অন্যান্য ধর্মগ্রন্থ পোড়ানোকে বেআইনি ঘোষণা করা হবে। ধর্মগ্রন্থ পোড়ানোর অপরাধে কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। কোরানের পাশাপাশি বাইবেল, টোরার মতো ধর্মগ্রন্থ পোড়ানোর বিরুদ্ধেই আইন পেশ করবে ডেনমার্কের সরকার। বিচারমন্ত্রী জানিয়েছেন, যেকোনও ধর্মের প্রতি গুরুত্বপূর্ণ গ্রন্থকেই এই আইনের আওতায় আনা হবে।