গাজার হাসপাতালে হামলায় শতাধিক মানুষের মৃত্যু
Agartala, Oct 18, 2023, ওয়েব ডেস্ক থেকে
গাজা, ১৮ অক্টোবর : গাজার হাসপাতালে আকাশপথে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইজরায়েল সফরের ঠিক আগের দিন এই হামলা হয়েছে। মঙ্গলবার গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলা চালানো হয়। ওই হাসপাতালটি হামাস দ্বারা পরিচালিত। সেখানে যুদ্ধে আহতদের চিকিৎসা চলছিল। এই হামলার পরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টুইট করেছেন, “সমগ্র বিশ্বের জানা উচিত, গাজার বর্বর সন্ত্রাসীরা গাজার হাসপাতালে হামলা চালিয়েছে, আইডিএফ (ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী) নয়। যারা আমাদের শিশুদের নৃশংসভাবে হত্যা করেছে, তারা নিজেদের সন্তানদেরও হত্যা করেছে”।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরও টুইট করেছেন, “একাধিক সূত্রের গোয়েন্দা তথ্য ইঙ্গিত করে যে গাজার আল আহলি হাসপাতালে আঘাত হানা ব্যর্থ রকেট উৎক্ষেপণের জন্য ইসলামিক জিহাদ দায়ী।” উল্লেখ্য, গত ১০ দিন ধরে চলছে ইজরায়েল-হামাসের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধে দুই দেশ মিলিয়ে ইতিমধ্যেই ৪০০০ জনের বেশি নিহত হয়েছেন। রোজই বাড়ছে সেই সংখ্যা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই চড়ছে।