গোর্খা বস্তির নির্মীয়মান রাজ্য প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, Mar 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025
রাজধানীর গোর্খা বস্তিতে হাইরাইজ মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে ।জি প্লাস ফোর্টিন ক্যাটাগরির এই হাইরাইজ মাল্টি স্টোরিড বিল্ডিং নির্মাণ করছে ভারত সরকারের অধীনস্ত epi অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। রাজ্য সরকারের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানেই এই ভবন নির্মিত হচ্ছে ।সোমবার সকালে গোর্খা বস্তির এই নির্মীয়মান বিল্ডিং পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মুখ্যমন্ত্রীকে গোটা বিল্ডিং এর সামগ্রিক বিষয়গুলো নিয়ে ক্যাচের মাধ্যমে বিস্তারিত জানান পূর্থ সচিব কিরণ গিত্যে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান, আমেরিকার ক্যালিফোর্নিয়ার প্রযুক্তি ব্যবহার করে এই ভবন নির্মাণ করা হচ্ছে। ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত ত্রিপুরা ।এই বিষয়টিকে মাথায় রেখেই এই বিল্ডিং নির্মাণ করা হচ্ছে।
তিনি আরো জানান, 2026 সালের ডিসেম্বর মাসে এই ভবনে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে ।গোর্খা বস্তি এলাকার সবগুলি অফিস সহ আরো কিছু অফিসের ঠিকানা হবে এই ভবন। অত্যাধুনিক এই ভবনে কার পার্কিং ,ফায়ার ফাইটিং থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা থাকবে ।মুখ্যমন্ত্রী জানান ,এই মাল্টি স্টোরিড বিল্ডিং নির্মাণ করতে মোট খরচ হবে ১৩৩ কোটি ৮৯ লক্ষ টাকা।