চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের চন্দ্রযান ৩  বুধবার 


newsagartala24.com Images

আগরতলা, Aug 20, 2023, ওয়েব ডেস্ক থেকে 2023


 বুধবার  চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের চন্দ্রযান ৩। রবিবার চাঁদ ছুঁতে গিয়ে রাশিয়ার স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে। চাঁদের বুকে ভেঙে পড়েছে রুশ মহাকাশযান লুনা -২৫। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশের মহাকাশযান সফল অবতরণ করতে পারেনি।

ফলে চন্দ্রাভিযানে বুধবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কাছে এক অগ্নিপরীক্ষাই বটে। চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। চন্দ্রযান-৩-এর অবতরণের সময় জানিয়ে দিল ইসরো।রবিবার দুপুর ২টো ১২ মিনিটে ইসরোর পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে নামবে ভারতীয়