চিনকে কড়া প্রতিক্রিয়া দেয় ভারত


newsagartala24.com Images

আগরতলা, Aug 30, 2023, ওয়েব ডেস্ক থেকে


নতুন ম্যাপ প্রকাশ করে অরুণাচল প্রদেশ ও আকসাই চিনকে নিজেদের বলে দাবি করেছে চিন। বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সংঘাত আরও তীব্র হয়েছে। জিনপিং প্রশাসনের নিন্দায় সরব হয়েছে মোদি সরকার।  ভারতকে পালটা জবাব দিল চিন। , নতুন ম্যাপ নিয়ে এত ভাবার কিছু নেই। যা হয়েছে তা সার্বভৌম দেশের আইন ও বৈধ ভৌগলিক বিস্তার মেনেই হয়েছে।২৮ আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করেছে চিন। অরুণাচল প্রদেশকে নিজের বলে দাবি করেছে তারা। এমনকী আকসাই চিনও নাকি তাদের,  দাবি বেজিংয়ের। শুধু তাই নয়, গোটা দক্ষিণ চিন সাগর ও তাইওয়ানকেও মূল চিনা ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। ওই ম্যাপগুলিতে অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করেছে চিন।

এবং তা চিনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি  চিনা বিদেশমন্ত্রক৷ চিনের এমন দাবির পরই কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। এইরূপ ম্যাপ প্রকাশই চিনের অভ্যাস বলে কটাক্ষ করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। নয়াদিল্লির বেজিংকে তোপ দাগার পরই নিজেদের প্রতিক্রিয়া জানায় কমিউনিস্ট দেশটি।  চিনের বিদেশমন্ত্রক জানিয়েছে,”আমরা আমাদের ভূখণ্ডের সীমানা সম্পর্কে ওয়াকিবহাল। আইন মেনেই নতুন ম্যাপ তৈরি করা হয়েছে। এই নিয়ে বেশি ভাবার কোনও কারণ নেই।” নিজেদের বক্তব্যে চিন সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও তাদের নিশানা মোদি সরকারের দিকেই।