চিনে আবার মহামারির আকার নিল নতুন রোগ, উপচে পড়ছে হাসপাতাল, বন্ধ স্কুল


newsagartala24.com Images

Agartala, Nov 23, 2023, ওয়েব ডেস্ক থেকে


আবারও বিশ্বে মহামারির থাবা? এবার কী করোনার থেকেও ভয়ঙ্কর কোনও মহামারি হতে চলেছে? এমনটাই আশঙ্কা দানা বাধছে। করোনার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব, ফের এক মহামারির আশঙ্কা। এবারও সংক্রমণের উৎস সেই চিন। জানা গিয়েছে, চিনে ছড়িয়ে পড়েছে এক রহস্যজনক সংক্রমণ। নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছে রোগীরা। মূলত চিনের স্কুলগুলিতেই এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ব্যাপক হারে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। প্রভাব পড়ছে সে দেশের স্বাস্থ্য় ব্যবস্থার উপরে।

জানা গিয়েছে, এই রহস্যজনক সংক্রমণের উৎসস্থল বেজিং ও লিয়াওনিং প্রদেশ। সেখানের হাসপাতালগুলিতে পেডিয়াট্রিক বিভাগ রোগীতে উপচে পড়ছে। সমস্ত স্কুলপড়ুয়া শিশুই জ্বর, নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে। বহু শিক্ষক-শিক্ষিকাও অসুস্থ হয়ে পড়েছেন। ব্যাপক হারে সংক্রমণ ছড়াতেই একাধিক স্কুলে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।