জিবি হাসপাতালে ১০টাকায় মিড ডে মিল প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী


newsagartala24.com Images

আগরতলা, Mar 31, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


জিবি হাসপাতাল তথা এজিএমসির রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অফ আগরতলার যৌথ উদ্যোগে বিভিন্ন মহকুমা এবং জেলা থেকে চিকিৎসার জন্য আগত রোগী এবং তাদের পরিজনদের দশ টাকার বিনিময়ে মিড ডে মিল প্রদানের  উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।সোমবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে আগত রুগী ও তাদের পরিজনদের মধ্যে এদিন দশ টাকার বিনিময়ে মিড ডে মিল নিজ হাতে বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্পুরেটর তুষার কান্তি ভট্টাচার্য ,জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শংকর চক্রবর্তী সহ জি বি হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা ।এই কর্মসূচিকে অভিনব উদ্যোগ বলে আখ্যায়িত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, জিবি হাসপাতালে রোগীর চাপ প্রচুর ।বিভিন্ন মহকুমা এবং জেলা থেকে প্রচুর রোগী ও তাদের পরিজনরা এখানে আসেন ।তারা কোথায় খাওয়া-দাওয়া করবেন তা জানেন না ।তাদের জন্যই এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে রোগী কল্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অফ আগরতলা তিনি জানান , দশ টাকার বিনিময়ে ভাত ,ডাল, সবজি এবং ডিমের তরকারি প্রদান করা হবে ।এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালু করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।