জুয়া খেলে সৰ্বস্বান্ত স্বামীর হাতে খুন সহধর্মিণী
Agartala, Aug 01, 2023, ওয়েব ডেস্ক থেকে
অসমে আবারও সংগঠিত হয়েছে লোমহর্ষক এক হত্যাকাণ্ডের ঘটনা৷ জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে ঘরে এসে সহধৰ্মিণীকে নৃশংসভাবে খুন করেছেন স্বামী৷ নিজের পত্নীকে খুন করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করেছিল ঘাতক-স্বামী৷ ইতিমধ্যে দুই সন্তানের জননী, পত্নীহন্তা ইউসুফ আলিকে গ্রেফতার করেছে পুলিশ৷
ঘটনা গোয়ালপাড়া জেলার ধূপধরার শিমলাবাড়িতে সংঘটিত হয়েছে৷ দুই সন্তানের মা জয়নপ বেগমকে খুন করার কিছুক্ষণ পর মৃতার বাপের বাড়ির মানুষ এসে হাজির হন ইউসুফের বাসায়। ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকার পর হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে।
অভিযোগ, ইউসুফ আলি তার পত্নীকে খুন করে আত্মহত্যার রূপ দিতে যখন চেষ্টা করছিল তখন ঘরের দরজা ভেঙে জয়নপের বাপের বাড়ির লোকজন ঢুকে ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেন। তাঁরা খবর দেন ধূপধরা থানায়।
খবর পেয়ে ছুটে আসে পুলিশের দল। তাঁরা প্রথমে পত্নী-হন্তা ইউসুফ আলিকে আটক করেন। এর পর নিহত জয়নপের মৃতদেহের প্রাথমিক এনকুয়েস্ট করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন গোয়ালপাড়া সিভিল হাসপাতালে।
নিহত জয়নপ বেগমের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, খুনি ইউসুফ আলিয়ে জুয়া খেলায় সৰ্বস্বান্ত হয়ে তার স্ত্রীর সঙ্গে ঝাগড়ার সৃষ্টি হয়৷ জুয়া খেলে বহু টাকা খোয়ানো ছাড়াও নিজের বাইক বন্ধকে রেখে এসেছিল সে৷ ঝগড়া এক সময় চরমে উঠলে ইউসুফ প্ৰথমে তার স্ত্রী জয়নপকে মারধর করে ঘর থেকে বেরিয়ে যায়। স্বামীর হাতে মার খেয়ে ঘটনাটি মোবাইল ফোনে তার বাবার বাড়িতে জানান জয়নপ। ইত্যবসরে ইউসুফ ফের ঘরে এসে তার স্ত্রীকে খুন করে।
প্রায় প্রতিদিনই জুয়ায় হেরে ঘরে এসে স্ত্রী জয়নপের ওপর অকথ্য নিৰ্যাতন চালাত ইউসুফ।