ত্রিপুরায় এসেই দুটি প্রকল্পের ঘোষণা দিলেন সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা


newsagartala24.com Images

আগরতলা, Mar 10, 2025, ওয়েব ডেস্ক থেকে 2025


ত্রিপুরায় এসেই দুটি প্রকল্পের ঘোষণা দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। ত্রিপুরায় দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রবিবার এক জনসমাবেশের আয়োজন করা হয় রাজধানীর আস্তাবল ময়দানে। এদিনের এই সমাবেশ থেকে দুটি সরকারী প্রকল্পের ঘোষণা দেন তিনি। একই সাথে এদিন বাম ও কংগ্রেসের বিরুদ্ধেও সুর চড়ান শ্রী নাড্ডা। বাম জমানায় ত্রিপুরা রক্ত রঞ্জিত ছিলো। কিন্তু বিজেপির শাসনে সেই ত্রিপুরায় অপরাধের হার ২০ শতাংশ কমেছে। রবিবার ত্রিপুরায় দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়েজিত জনসমাবেশে সিপিএমের বিরুদ্ধে এইভাবেই সুর চড়ালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর কমিউনিস্টরা রাজ্যের মানুষদের বোকা বানিয়ে আসছিলো। উপর থেকে কংগ্রেস ও কমিউনিস্টরা একে অপরের বিরোধীতা করলেও, ভেতর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব ছিলো। যা বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যবাসীর কাছে প্রকাশ পেয়ে গেছে। পাশাপাশি এদিন মোদীর নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন শ্রী নাড্ডা। তিনি বলেন, নেশার করিডোর হিসেবে পরিগণিত ত্রিপুরাকে নেশা মুক্ত ত্রিপুরা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশংসনীয় কাজ করেছে বিজেপি সরকার। একই সাথে রাজ্যে ই-ক্যাবিনেট পরিষেবা চালুর জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহাকে শুভেচ্ছা জানান সভাপতি জেপি নাড্ডা। এদিন বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে। কারণ, বিজেপি সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করে। বিজেপির নীতিই হলো জনগণের সেবা করা। বিজেপি কখনো ক্ষমতার লোভে রাজনীতি করেনা।তাঁর কথায়, ২৭ বছর পর দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। দিল্লি বিধানসভা নির্বাচনে আপ-এর পরাজয় নিশ্চিত ছিল। কারণ, আপ সরকার দূর্নীতিতে নিম্মজ্জিত। বিজেপি সরকারের দীর্ঘ প্রচেষ্টার পর দিল্লি আপমুক্ত হয়েছে। তেমনি, দীর্ঘ ২৫ বছরের বাম রাজত্বের অবসান ঘটিয়ে ত্রিপুরায় উন্নয়নের সরকার ক্ষমতা এসেছে। তারপর থেকে প্রথমে বিপ্লব কুমার দেব এবং বর্তমানে অধ্যাপক ডা. মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে।
এদিন তিনি জোর গলায় বলেন, ত্রিপুরায় পূর্বে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে চলা সরকার আর বর্তমানে ডাঃ মানিক সাহার নেতৃত্বের সরকার ত্রিপুরার সকল অংশের মানুষের সরকার। তাই জনগণ বিজেপির উপর আস্থা রেখে ২০১৯ এবং ২০২৪ সালেও লোকসভা আসনে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল উপহার দিয়েছেন। এর জন্য ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন জাতীয় সড়ক থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সংগঠিত পরিবর্তন নিয়ে আলোচনা করেন তিনি। তাঁর দাবি, বিজেপির জমানায় ত্রিপুরায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা সহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরা সরকারের দুটি প্রকল্পের ঘোষণা দিয়েছেন। একটি হল মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর প্রকল্প এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্প। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অধীন রাজ্যের প্রত্যেকটি বিপিএল অন্তর্ভুক্ত পরিবারে জন্মগ্রহণ করা কন্যা সন্তানের নামে সরকার ৫০ হাজার টাকার বন্ড চালু করেছে। সেই কন্যা সন্তানের ১৮ বছর বয়সে সেই টাকা দেওয়া হবে যার পরিমান হবে ১০ লাখ টাকা। তেমনি, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় এখন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সহ সিবিএসি আই সি এস সি বোর্ড মিলিয়ে এখন থেকে ১৪০ ছাত্রীকে স্কুটি প্রদান করা হবে।