দুই মার্কিন বন্দিকে মুক্তি দিল হামাস, উভয়ের সঙ্গে কথা বললেন প্রেসিডেন্ট জো বাইডেন
Agartala, Oct 21, 2023, ওয়েব ডেস্ক থেকে
ওয়াশিংটন, ২১ অক্টোবর : প্রবল সংঘাতের মধ্যেই দুই মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। বিষয়টি নিশ্চিতও করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স। মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিকের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া দু’জনকে সমর্থনের আশ্বাস দিয়েছেন বাইডেন। দুই আমেরিকান নাগরিকের মুক্তি পাওয়া প্রসঙ্গে আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, “হামাস বিশ্বের কাছে নিজেদের উপস্থাপন করেছে যে, তারা মানবিক ভিত্তিতে বন্দি হওয়া মহিলাদের ফিরিয়ে দিয়েছে, কিন্তু হামাস আসলে একটি খুনি সন্ত্রাসী সংগঠন, এই সংগঠন গাজা উপত্যকায় শিশু, মহিলা এবং বয়স্ক ব্যক্তিদের বন্দি করছে, এবং ক্রমাগত মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে।”
গত ৭ অক্টোবর থেকে হামাসের অধীনে বন্দি ছিলেন এই দুই মার্কিন মহিলা। এই দুই আমেরিকান এখন ইজরায়েলে ইজরায়েলি কর্তৃপক্ষের হাতে নিরাপদে রয়েছেন। মুক্তি পাওয়ার পর দুই মার্কিন মহিলার সঙ্গে কথা বলেছেন বাইডেন। তিনি নিজেই এক্স মাধ্যমে জানিয়েছেন, “হামাস অধীন থেকে মুক্তি পাওয়া দুই আমেরিকানের সঙ্গে কথা হয়েছে। আমি তাদের জানিয়েছি, তারা পুনরুদ্ধার এবং সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের সরকার তাদের সম্পূর্ণ সমর্থন করবে।”