দুইনং ওয়ার্ড এলাকায় জনসম্পর্ক করেন CPIM বিধায়ক বিধায়ক সুদীপ সরকার ও বিধায়ক নয়ন সরকার।


newsagartala24.com Images

আগরতলা, Dec 09, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


সরকারের দেওয়া প্রতিশ্রুতি কতটুকু পালন করা হচ্ছে গ্রামীণ এলাকা গুলো এবং শহর এলাকাগুলোতে তা খতিয়ে দেখতে ময়দানে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল। সোমবার আগরতলা পৌর নিগমের অন্তর্গত দুই নং ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি জনসম্পর্ক করেন দুই সিপিআইএম বিধায়ক তথা বিধায়ক সুদীপ সরকার ও বিধায়ক নয়ন সরকার। আর এই জনসম্পর্ক অভিযান কালে জনগণের কাছ থেকেই যাবতীয় বিষয় জানতে চান তারা। তবে এক্ষেত্রে জনগণের কাছ থেকে বহু অভিযোগ এর সম্মুখীন হতে হয় বিধায়কদের। মূলত জনগণের অভিযোগ রাস্তাঘাট, পানীয় জল, টুয়েপের কাজ সহ আরো বিভিন্ন বিষয় নিয়ে। এক্ষেত্রে বিধায়কদের বক্তব্য জনগণকে যা প্রতিশ্রুতি দিয়েছিল এই বিজেপি নেতৃত্বাধীন সরকার তার সঠিক বাস্তবায়ন হচ্ছে না। বিভিন্ন তথ্যে বলা হচ্ছে প্রতি ঘরে জলের পাইপ পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে জলের পাইপ বসলেও আসছে না সঠিকভাবে জল। একই সাথে বিভিন্ন জনপদগুলোতে রাস্তাঘাটের ভয়াবহ রূপ ধারণ করেছে যা একপ্রকার চলার অযোগ্য। তার সাথে কর্মসংস্থান এবং অর্থনৈতিক দুরবস্থার রয়েছেই ফলে ক্রমশ ভোগান্তির শিকার জনসাধারণ। তবে সরকারি না থেকেও বিধায়ক হিসেবে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব জনগণের স্বার্থে কাজ করার তা করে যাবেন বাম বিধায়করা। একই সাথে জনগণের সমস্যা গুলো প্রশাসনিক আধিকারিকদের সম্মুখে তুলে ধরে সমাধানের প্রচেষ্টা করার প্রতিশ্রুতিও দেন বিধায়করা