নাইডু ট্রফিতে চণ্ডীগরের কাছে ইনিংসে  হারলো ত্রিপুরা দল


newsagartala24.com Images

আগরতলা, Jan 09, 2024, ওয়েব ডেস্ক থেকে 2024


 কর্নেল সিকে নাইডু ট্রফিতে চণ্ডীগরের কাছে ইনিংসে  হারলো ত্রিপুরা দল ।।
দ্বিতীয় দিনের শেষেই পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিলো ত্রিপুরার। দেখার ছিলো তৃতীয় দিনে ত্রিপুরার লেজ কতটুকু লড়াই করতে পারেন। মঙ্গলবার ম্যাচের স্থায়িত্ব ছিলো মাত্র ১ ঘন্টা। আর ওই ১ ঘন্টায় ১৬.‌২ ওভারে ব্যাট করে ১৩ রান যোগ করার ফঁাকে শেষ ৩ টি উইকেট হারায় ত্রিপুরা।

সফররত চন্ডিগড় জয়লাভ করে ইনিংস এবং ২০০ রানে। অনূর্ধ্ব-‌১৯ কর্ণেল সি কে নাইডু ট্রপি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে চন্ডিগড়ের ৩৯০ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ১৩১ রান করেছিলো। ২৫৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরা আবার ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়। এবং গুটিয়ে যায় মাত্র ৫৯ রানে। যা রাজ্যের ক্রিকেটের ইতিহাসে লজ্জাস্কর বিষয়। ম্যাচ থেকে বোনাস পয়েন্ট সহ ৭ পয়েন্ট পায় চন্ডিগড়। ১৪-‌১৭ জানুয়ারি ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। মোহালিতে হবে ম্যাচটি। ফলোঅনে খেলতে নেমে দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ৪৬ রান করেছিলো ত্রিপুরা। ঘন কুয়াশার চাদরে আকাশ ঢাকা থাকায় এদিন মধ্যান্নভোজের পর খেলা শুরু হয়। এদিনও শুরু থেকে নড়বড়ে ছিলো ত্রিপুরার ইনিংস। আশাছিলো ত্রিপুরার শেষের দিকের ব্যাটসম্যান-‌রা কিছুটা লড়াই ছুড়ে দেবেন। কার্যত এর ছিটেফোটাও দেখা যায়নি। ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে ৪২.‌২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৫৯ রান করতে সক্ষম হয়। শেষ দিকে রিয়াজ উদ্দিন ৮৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। চন্ডিগড়ের পক্ষে অর্জুন আজাদ ৭ রানে ৩ টি, নীল ৭ রানে এবং মহ:‌ আশাদ ১১ রানে ২ টি উইকেট দখল করেন। পরাজয়ে হতাশ ত্রিপুরার শিবির। আর ওই পরাজয়ের জন্য ব্যাটসম্যানদের কাঠগড়ায় রাখলেন ত্রিপুরার কোচ। পরে কোচ বিশ্বজিৎ পাল বলেন,"ব্যাটসম্যান-‌রা যদি উইকেটে টিকে থাকার মানসিকতা দেখাতে না পারে কী আর করা যাবে। পাঞ্জাব ম্যাচের আগে হাতে কয়েকদিন সময় আছে।

চেষ্টা করবো ওই সময়ের মধ্যে ভুলগুলো শুধরে নিতে। যাতে পাঞ্জাব ম্যাচে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে"।